
বর্ণবাদ ও চরমপন্থা সহ একাধিক ব্যাখ্যার কারণে আজকে ইসলাম সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
রবিবার দেশটির পারমাতং পুয়াহ’য় অনুষ্ঠিত একটি ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
উপ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নবী করিম (সা.) দিকে তাকালে দেখতে পাই, তিনি বহু বিশ্বাসে বিভক্ত মদিনাবাসীদের একটি সম্প্রদায়ের মধ্যে একত্রিত করেছিলেন; যেখানে প্রত্যেকেরই একই অধিকার ও দায়িত্ব ছিল। সেসময়ে আমরা এমন একটি সমাজ দেখতে পাই যেখানে মুসলমান ও অমুসলমানরা একসঙ্গে বসবাস করেছে।’
ড. ওয়ান আজিজাহ বলেন, মুসলমানদের তাদের ত্রুটিগুলি মনে রাখা এবং সেগুলো সংশোধন করার জন্য সংগ্রাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরকে সাহায্য ও পরামর্শ দেওয়ার মাধ্যমেই জীবনকে আলোকিত করার বিষয়টি প্রত্যেককে স্মরণ রাখা উচিৎ।
তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জাতির প্রথা বা ধর্ম-কর্মের উপর ভিত্তি করে ইসলামের অনুসরণ না করে আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে এর অনুসরণ করি।’
তিনি আরো বলেন, ‘আমি এই অনুষ্ঠানে অন্যান্য বিশ্বাসী মানুষ এবং নেতাদের দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত। এই অংশগ্রহণ জাতিগত সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। আমাদের কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমাদের মালয়েশিয়াকে গড়তে হবে।’
সূত্র: মালাই মেইল