
গাইবান্ধা জেলার পলাশবাড়ী, সাদুল্যাপুর ও সদর থানা সিমানার সাকোয়ার ব্রীজ পাশে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধে নিহত কুখ্যাত ডাকাত শামসুলের সহোদর বড় ভাই একডজন মামলার পলাতক আসামী দুর্ধর্ষ বাকী(৫৫) ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সর্দার আব্দুল বাকি (৫৫) ডাকাতকে আজ সোমবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় গ্রাম থেকে গাইবান্ধা ডিবি পুলিশ তাকে আটক করেছে।
সে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
পুলিশী গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আত্মগোপন করে। গত ৭ জুলাই শনিবার বিকেলে ছোট ভাই শামসুল ডাকাতকে পুলিশ আটক করে।
পরে ওইরাতে একটি গোপন তথ্যের ভিত্তিতে শামসুলকে সাথে নিয়ে পুলিশ পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাখোয়া ব্রিজ এলাকায় যায়।এসময় বড় ভাই ডাকাত সর্দার বাকি তার সহযোগি ডাকাতদের নিয়ে ছোট ভাইকে ছিনিয়ে নিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।এসময় শামসুল ডাকাত ছাড়াও পুলিশের ৬ সদস্য আহত হন।চিকিৎসার জন্য তাদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে শামসুল মারা যান।এদিকে বন্দুকযুদ্ধে লিপ্ত ডাকাতরা এক পর্যায় রাতের আঁধারে ঘটনাস্থল থেকে পিছুহটে পালিয়ে যেতে সক্ষম হয়।এসময় বাকি ডাকাতকে পুলিশ চিনে ফেলে।বন্দুকযুদ্ধে ছোট ভাই শামসুল নিহতের একদিন যেতে না যেতেই ডিবি পুলিশ বাকীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, খুন-ডাকাতি,চুরি-ছিনতাই ও মাদক ছাড়াও বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে পলাশবাড়ীসহ গাইবান্ধার অন্যান্য থানায় একডজন মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।