
ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে গেল। একন থেকে প্রদেশটির নাম হবে ‘বাংলা’। এব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সভায় সর্বসম্মতভাবে বিলটি পাশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিলটি পাশ হয়। হিন্দি, বাংলা এবং ইংরেজি- এই তিন ভাষাতেই রাজ্যের সরকারি নাম হবে বাংলা।
এনডিটিভি বাংলা’র এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের নাম পরিবর্তনের বিল অবশেষে পাশ হয়ে গেল বিধানসভায়। পশ্চিমবঙ্গের সরকারি নাম এবার থেকে শুধুই ‘বাংলা’। যদিও রাজ্যের এই নাম পরিবর্তন এখন কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায়।
আজ থেকে উনিশ বছর আগে ১৯৯৯ সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকার প্রথম ‘বাংলা’ নামের প্রস্তাব পেশ করে।
সমস্ত রাজ্য সরকারের তালিকায় পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ ইংরেজি ‘ডব্লিউ’ দিয়ে শুরু হওয়ার কারণে একেবারে শেষের দিকে থাকে বলে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব দিয়েছিলেন মমতা।