
গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলায় বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, দক্ষিণ সন্তোলা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৪০), এবং তাঁর ছেলে আছিফ (১৪) ও ভাগ্নে সিয়াম মিয়া (১১)। নিহত আছিফ নবম শ্রেণির ,সিয়াম ৫ম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার জানায়, রাশেদা বেগম দুপুর দুইটার দিকে বৃষ্টির মধ্যে ছেলে ও ভাগ্নেকে নিয়ে বাড়ির উঠানে কাজ করতেছিল। এ সময় বজ্রপাত শুরু হয়। এবং বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তাঁরা তিনজনই নিহত হন।
ঘটনার পর পরই সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন ঘটনা স্থল পরিদর্শন করেন নিহত পরিবারকে সান্তনা দেন এবং নিহতের সজনদের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন।