
পাকিস্তানের পূর্ব পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই দিনের প্রবল বর্ষণে দুই জন নিহত ও দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, ভারী বর্ষণে বাড়ির ছাদ ধসে পড়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে বেশিভাগ হতাহতের ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইয়ন নিউজ’ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে পাঞ্জাবের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। পানির স্রোতে এখানে একটি বাড়ি ভেসে গেছে।
সূত্র: সিনহুয়া, এপি