
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধ। জোড় পূর্বক জমি দখলের পায়তারা করছে প্রতিপক্ষক সন্ত্রাসী। এ ঘটনায় মামলা দ্বায়ের করা হয় কোটে। মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ৬ নং টুকরিয়া ইউনিয়নের ছাতুয়া গ্রামের মৃত-আব্দুল কাদেরের ছেলে, আবুল হোসেন এর সাথে জমি নিয়ে একই গ্রামের প্রতাপ চন্দ্র র্তুকী, মি. জুয়েল তুর্কী, রুবেল তুর্কী। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মি. প্রতাপ চন্দ্র তুর্কী জমি ক্রয় বিক্রয় ১০ লক্ষ ২০ হাজার টাকা। উক্ত ঘটনায় আবুল হোসেনকে ৫ লক্ষ ৬৩ হাজার টাকা প্রতিপক্ষ প্রদান করে। প্রতিপক্ষ মি.প্রতাপ তুর্কী এ বিষয়ে নাখোস। তিনি ৭ লাখ ৬৩ হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করে। উক্ত ঘটনা থামানোর জন্য পীরগঞ্জ থানার ওসি দুই পক্ষকে মীমাংসা করার জন্য পরামর্শ প্রদান করে। কিন্তু এ ঘটনা উভয় পক্ষ মানতে রাজি না হওয়ায় কোটে ১৪৪ ধারা মামলা দ্বায়ের করেন। খতিয়ান নং-২৬০, খতিয়ান নং-১০৯৯,দাগ নং-১০১৩, জমির পরিমান-১.০৫ একর মধ্যে ৫০ শতক।