
রংপুরের পীরগঞ্জে খালাশপীর বাজারে গতকাল রাত্রী আড়াই টার সময় বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নেভানোর অনেক চেষ্টা করে যখন আগুন নিভাতে পারে না পরে থানায় অবহিত করলে, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নেভাতে সক্ষম হলেও দোকানের কোন মালামাল রক্ষ করতে পারে না। রেজাউল করিমের দোকানে নগদ ২০ বিশ হাজার টাকা সহ সব প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়। সরে জমিনে গিয়ে দেখা যায়, উল্লেখিত দোকান সমুহে আগুন লাগার কারনে কোন কিছু রক্ষা হয়নি। রেজাউল করিম, দোকানঘরে আগুন লাগার কারনে তিনি নিশ্ব হয়ে গেছে। রেজাউল করিম দোকান চালাত বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে লোন গ্রহন করে। বর্তমানে তার অবস্থা অনেক সুচনীয় হয়ে পড়েছে।