
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহদীদের স্মরণে সারাদেশে ৩০ লাখ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা রিসোর্স কার্যালয় ও সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর (ভারপ্রাপ্ত) মো. সোহেল মিয়া। এসময় উপস্থিত ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার ও উপজেলা রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর মনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।