
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ মিছিল,কেক কাটা ও আলোচনা সভা। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার দলীয় কার্যালয় থেকে এক বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, সহ- সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, আলী রেজা মোস্তফা গোলাপ, প্রবীণ আওয়ামীলীগ নেতা মতলুবুর রহমান নান্নু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারন সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান প্রধান টিটু, মৎস্যজীবী লীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল, জেলা তাঁতীলীগ সাংগঠনিক সম্পাদক শেখ তোতা, জেলা যুবলীগ কার্যনির্বাহী সদস্য গণেশ কুমার রায়,ছাত্রলীগ নেতা সাকিউল ইসলাম বাপ্পি সহ অাওয়ামীলীগ, যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন , জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অাজ উন্নয়নশীল দেশে পরিনত হয়ে অনেক দুর এগিয়ে গেছে । তারই প্রমাণ বহন করে পলাশবাড়ীতে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট সহ চোখে পড়ার মত একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দ্বারা । তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে চলমান রাখতে হলে অাবারো অাওয়ামীলীগকে ক্ষমতায় অানতে হবে । এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে । পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বিশাল কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।