
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপি উপজেলা ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি)মো.আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় ‘কৃষিই সমৃদ্ধি-ফল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম’সহ বিষদ তথ্যাদি উল্লেখ করে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও সহ-সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম,উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান ও মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুন্নাহার সাথী।
মেলায় প্রচলিত-অপ্রচলিত ফলসহ বিভিন্ন ফলদ বৃক্ষের মোট ১৩ টি স্টল স্থান পেয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাষী ও শিক্ষা-প্রতিষ্ঠান প্রধানসহ আমন্ত্রিত অতিথিদের মাঝে বিনামূল্যে প্রায় ৪’শ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টল সমূহ পরিদর্শন করেন।