
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা – পলাশবাড়ী সড়কে ডাকঘর নামক স্থানে গাইবান্ধাগামী সোহেল এন্টারপ্রাইজ বাসের ধাক্কায় সাত বছর বয়সি কন্যা শিশু তানজিনা নিহত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল ২৫ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫ টায় ডাকঘর নামক স্থানে সাত বছরের শিশু মেয়ে সড়ক দূর্ঘটনায় করে মারা যায়। রংপুর থেকে আসা গাইবান্ধা গামী সোহেল এন্টারপ্রাইজ (গেটলক) শিশুটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এখবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাতেই রাস্তায় ব্যারিকেট দিয়ে প্রতিবাদ করতে থাকে পরে পুলিশের হস্থক্ষেপে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।
নিহত শিশু তানজিনা (৭) পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের তাজুল ইসলামের কন্যা।