
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১০ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ও উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল দিনভর উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সার্বজনিন সামাজিক সংগঠন পরিদর্শনসহ নারী-শিশু নির্যাতন রোধ ও যৌতুক নিরোধ জনসচেতনতামূলক সভায় যোগদান করেন।