
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় সিআইজি ও নন-সিআইজি কৃষক-কৃষাণিদের মাঠ টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ওই ইউনিয়ন এলাকায় পবনাপুর মহিলা কলেজ হলরুমে অনু্ষ্িঠত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোট বাবা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাইফুর নাহার সাথী, সহকারী কৃষি অফিসার আব্দুল কাফি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ফারাজী, আব্দুর সোবহান সরকার, শাহনাজ বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনছুর আলী,ইউপি সদস্য আমজাদ হোসেন, আব্দুস ছাত্তার ও নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মোট ১’শ জন কৃষক-কৃষাণি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।