
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের গোপিনাথপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিল্লাত উল্লাহ’র দাফন সম্পন্ন হয়।
আজ রবিবার সকালে পূর্বগোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রর্দশনে পৃথক পৃথক ভাবে সালাম প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) আরিফ হোসেনের নেতৃত্বে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ভারঃ) মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মিল্লাত উল্লাহ আত্মার শান্তি কামনা করে পুস্পমাল্য অর্পন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,পলাশবাড়ী উপজেলা প্রশাসন, পলাশবাড়ী থানা পুলিশ।
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্যদের ও সর্বসাধারণের উপস্থিতে মরহুমের জানাযার নামাজ শেষে পূর্বগোপিনাথপুর কবর স্থান জামে মসজিদের পাশে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মিল্লাত উল্লাহ (৮০) উপজেলার পূর্ব গোপিনাথপুর গ্রামের মৃত বছির পন্ডিত পুত্র। দাফন শেষে মরহুমের পরিবার নিকট আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন।