
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ মিয়া। এসময় এনডিপিআই মোঃ ফজলুল হক, সাংবাদিক আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ উপজেলায় ২’শ ১৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭’শ ১ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৩’শ ৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্ল¬াস খাওয়ানো হয়।