
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক নবীউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) মফিজুল ইসলাম সরকার, দূর্ণীতি দমন কমিশন (দুদক) রংপুর বিভাগীয় উপ-সহকারী পরিচালক প্রদীপ কুমার, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোন্নাফ সরকার প্রমুখ।
সমগ্র সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব আব্দুল্যাহ আল নান্নু। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।