
নাটোর সদর উপজেলার দওপাড়া মেইন রোড থেকে হালসা বাজার পর্যন্ত বেহাল অবস্থা।ঢাকার মেইন সড়কের সাথে মিলিত হয়েছে এই পাকা রাস্তাটি বর্তমানে রাস্তাটিতে বড় বড় গর্ত থাকায় জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয় । বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়,যার কারনে যানবাহন চলাচলে বিগ্ন ঘটে।এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।হালসা থেকে নাটোর শহরের দূরত্ব ১০ কিলোমিটার।বিভিন্ন চাকুরিজীবি অফিসে যেতে সময় লেগে যায় ৫০-৬০মিনিট যেখানে সময় লাগার কথা ৩০-৩৫ মিনিট, এই রাস্তার বেহাল অবস্থার কথা অনেক সিএনজি, ইজিবাইক চালোকেরা সাংবাদিকদেরকে বলেছেন কিছু দিন যেতে না যেতেই বড় বড় গর্তের কারনে ইন্জিনের সমস্যা দেখা দেয়।সুধু তাই নয় সময় বেশি লাগে গ্যাস খরচ বেশি হয়। ইজি বাইকের অতিরিক্ত ঝাঁকির কারনে অল্পদিনে ব্যাটারি নষ্ট হয়ে যায় বললেন মোঃ সোহেল রানা। এই রাস্তাটি সংস্কার এর জন্য এলাকাবাসি দাবি জানিয়েছেন। শুধু তাই নয় হালসা হাসপাতাল মোড় থেকে গ্রামীন ব্যাংক পযর্ন্ত রাস্তায় বৃষ্টিতে পানি জমে থাকায় গর্তে পরে বিভিন্ন সময় অনেক ইজিবাইক,সিনজি দুর্ঘটনার শিকার হয়েছেন। এই জায়গাটিতে পানি বের হবার কোন ব্যবস্থা নেই যাতে করে ভুগান্তিতে পরেছেন হাজার হাজার মানুষ আজ বিকেল থেকে টানা বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেছে। কবে হবে এ সমস্যার সমাধান???