
রাজধানী ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জ ও রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক কথিত বন্দকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন মাদক ব্যবাসায়ী ও একজন ডাকাত সর্দার রয়েছেন।
নিহতের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশসহ (৩৫) রয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) ভোরে মিরপুরের বেড়িবাঁধ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রংপুরের হাজীরহাট এলাকায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমান সাইফ জানিয়েছেন, ভোর রাতে রংপুরের হাজীরহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বেলাল হোসেন (৪০) নিহত হয়েছেন।