
দুই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ জুলাই) জেলার গাবতলী উপজেলার দোয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (১২ জুলাই) রাতে ওই ঘটনায় অভিযুক্ত আশরাফ উদ্দিন প্রামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বৃদ্ধ ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে ।
গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাশার জানান, মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে বেকির বিলে একটি শ্যালো মেশিন ঘরে ৫/৬ বছরের দুই শিশুকে ধষর্ণ করে অভিযুক্ত ব্যক্তি। বুধবার (১১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (নং ১৮) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।