
বাংলাদেশে বিয়ের জন্য ন্যুনতম বয়স ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর। কিন্তু কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা (১৬) নামের এক কিশোরের সন্ধান পাওয়া গেছে যিনি কিনা বিয়ের নুন্যতম বয়স পূর্তির ৫ বছর আগেই ৫ বিয়ে করে ফেলেছেন।
বিয়ে করে বাল্য ও বহুবিবাহের শৃংখলা অবাধে ভেঙে চলেছেন এই কিশোর।
কিশোর রানা কুষ্টিয়া জেরার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
এর আগের ৪ স্ত্রী নানা দেনদরবারের পর তাকে তালাক দিয়ে চলে যায়। এরপরও নতুন করে ৫ম বিয়ে করার সংবাদে গ্রামবাসীও ওই কিশোর ও তার পরিবারটির ওপর মহাবিরক্ত।
অবাধে সবার চোখ ফাঁকি দিয়ে কিভাবে ওই কিশোর বাল্য ও বহুবিবাহ করার কাজটি করে চলেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।