
তুরস্কে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যসহ প্রায় সাড়ে ১৮ হাজার সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করেছে তুরস্ক। দেশটির সরকারি ডেটাবেজের বরাত দিয়ে রবিবার এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা
তুরস্কের সরকারি এক আদেশ বলা হয়েছে, দুই বছর আগে ব্যর্থ সেনা অভ্যুত্থানে চেষ্টায় জড়িত থাকার অংশ হিসেবে ১৮ হাজার ৬৩২ জনকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ৮ হাজার ৯৯৮ জন পুলিশ কর্মকর্তা, ৩ হাজার ৭৭ জন সৈন্য, ১ হাজার ৯৪৯ জন বিমানবাহিনীর কর্মী এবং ১ হাজার ১২৬ জন নৌবাহিনীর সদস্য।
এ ছাড়াও ১ হাজার ৫২ জন্য বেসামরিক কর্মী, ১৯৯ জন একাডেমিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং অন্তত তিনটি সংবাদপত্র, একটি টেলিভিশন চ্যানেল ও ১২টি সংবাদ সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এক আদেশে বলা হয়েছে, এর আগে বরখাস্ত করা করা ১৪৮ কর্মীকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।