
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৩ জন।
গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারী বর্ষণ ও ভূমিধসের ফলে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
তুরস্কের টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা- গেছে জরুরি বিভাগের লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন তুর্ক বলেছে, একটি ব্রিজ ধ্বসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য রক্ত দানের আবেদন জানিয়েছে।
সূত্র: আনাদুলো এজেন্সি