
চলতি সপ্তাহে ব্রিটেন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া। এটা পুরনো খবর।
নতুন খবর হচ্ছে-সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী থেরেসা মে যখন আলোচনায় ব্যস্ত থাকবেন, তখন নিঃসঙ্গ মেলানিয়াকে সময় দিবেন মে’র স্বামী ফিলিপ মে।
ট্রাম্পের স্ত্রীকে প্রভাবিত করতে হোস্টিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে থেরেসার স্বামীকে।
৬০ বছর বয়সী ব্যাংকার এবং ৪৮ বছর বয়সী মডেল এর আগে কখনো সাক্ষাৎ করেন নি।
মেলানিয়ার মতো যদিও ফিলিপের ততটা পরিচিতি নেই। তবে, এই দায়্ত্বি পেয়ে ফিলিপ অত্যন্ত খুশি বলে জানিয়েছেন মে নিজেই।
সানডে টাইমসকে প্রধানমন্ত্রী মে বলেন, ‘তিনি (ফিলিপ) মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়ে আছেন।’

তিনি বলেন, ‘কানাডায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে তারা উভয়েই ছিল কিন্তু টাইম সিডিউলের কারণে তারা সেখানে সাক্ষাৎ করতে সক্ষম হয় নি।’
প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সফরকালে মেলানিয়া ও ফিলিপ কোথায় মিলিত হবেন তা এখনো নিশ্চিত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, আসছে শুক্রবারের পুরোটা তারা একত্রে কাটাবেন। সূত্র: দ্য সান