
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের পর থেকে এ পর্যন্ত ২০২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা।
গেল বছরের ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ফিলিস্তিনি অধ্যয়নের জেরুজালেম সেন্টার এবং ইসরাইলি অ্যাফেয়ার্স মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে।
এছাড়াও প্রতিবেদনে বলা হয়, গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনে ১৩৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক ও একজন নারী স্বাস্থ্যকর্মী রয়েছে।
নিহত ৩৫ শিশুর মধ্যে ২৪ শিশু ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনের সময় ইসরাইলি সেনাদের হামলায় নিহত হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর