
আমিরুল ইসলাম (নাটোর প্রতিনিধি)
টানা কয়েক দিনের বৃষ্টিতে নাটোরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টি অব্যাহত থাকায় প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছেনা মানুষ। তবে সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষরা। বৃষ্টির কারণে কর্মসংস্থানে যেতে পারছেনা তারা।
এদিকে, বৃষ্টির কারনে বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ কমে যাওয়া বাড়তে শুরু করেছে পণ্যের দাম। বিশেষ করে কাঁচা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা।
এক সপ্তাহ ধরে ঝিরিঝিরি বৃষ্টি হলেও গত ২৪ঘণ্টায় ভারী বৃষ্টিতে নাটোর পৌর এলাকার অধিকাংশ এলাকা এখন পানির নীচে। একেতো লাগাতার বৃষ্টিপাত তার উপর অপরিকল্পিতভাবে রোড ডিভাইডার ও ড্রেন নির্মাণ কাজের জন্যে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নাকাল হয়ে পড়েছে শহরবাসীর জীবনযাত্রা। অতিরিক্ত বৃষ্টির ফলে খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। তারা কাজের সন্ধানে বাইরে যেতে পারছেনা। বাজারেও পড়েছে এর ব্যাপক প্রভাব। চাল-ডাল,কাঁচা তরিতরকারীতে লেগেছে আগুন। বৃষ্টিতে উৎপাদন গেছে কমে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নাটোরে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী এক সপ্তাহ আরও বৃষ্টিপাত হতে পারে।