
যে কোনও পেশাতেই হয়তো ‘কাস্টিং কাউচ’ খুব চেনা শব্দ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন তার প্রকাশ আরো বেশি। কখনও হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ সামনে আনছেন নারীরা। কখনও বা ‘মি টু’ সোশ্যাল আন্দোলনে প্রকাশ্যে শেয়ার করছেন নিজেদের হয়রানির কথা।

বলিউডও কখনও কখনও এই তালিকায় সামিল হয়। যার শেষ সংযোজন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের সমস্যাকে সামনে এনেছেন স্বরা। শেয়ার করেছেন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা।
দাবি করেছেন, এক ব্যক্তি, যিনি নিজেকে এক প্রথম সারির পরিচালকের সহকারী বলে দাবি করতেন, তিনি নাকি কাজ সংক্রান্ত একটি আলোচনার মাঝেই জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন স্বরাকে!

স্বরার কথায়, ‘‘ওই ব্যক্তি আমার কানে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। উনি বলছিলেন, আই লভ ইউ বেবি…। আমি তো অবাক। এটাকেই তো কাস্টিং কাউচ বলে, নাকি?’’
তবে এই প্রথম নয়। যৌন হেনস্থার বিরুদ্ধে এর আগেও মুখ খুলেছিলেন স্বরা। এর আগে তিনি মুম্বই মিররকে জানিয়েছিলেন, এক পরিচালক নাকি তাঁকে রাতে হোটেলের ঘরে ডেকেছিলেন।

স্বরা গিয়ে দেখেন তিনি মদ্যপান করছেন। পরে ওই পরিচালক জোর করে অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্কও স্থাপন করতে চেয়েছিলেন। স্বরার কথায়, ‘‘ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল…।’’

স্বরার ঘটনার পর ফের উঠছে সেই একই প্রশ্ন। বার বার প্রকাশ্যে আসছে এই ধরনের ঘটনা। কিন্তু এই পরিস্থিতির কি আদৌ বদল সম্ভব?