
কে বেশি জনপ্রিয়,আওয়ামী লীগ, না বিএনপি? জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তা প্রমাণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘রাজনৈতিক নেতৃত্বে নারীর অগ্রযাত্রা’ শীর্ষক এক সম্মেলনে নারী রাজনীতিবিদদের এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নারী রাজনীতিবিদরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে আছে বলেই তারা মনে করে যে সবাই বুঝি জনবিচ্ছিন্ন হয়ে আছে। কে জনবিচ্ছিন্ন, তা খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন না জনসমর্থনপুষ্ট, তার প্রমাণ সাম্প্রতিক খুলনা সিটি, তার প্রমাণ গাজীপুর সিটি, আরো যদি প্রমাণ চান সামনে তিনটি সিটি, এর পরে জাতীয় নির্বাচন আসুক পরীক্ষা নিতে পারেন কে বেশি জনপ্রিয়। গাজীপুরে শিক্ষা হয়নি? খুলনায় শিক্ষা হয়নি? আর কত শিক্ষা হবে?’
‘আগামী নির্বাচনে নারী এবং তরুণ ভোটাররাই জয়-পরাজয় নির্ধারণ করবে’ উল্লেখ করে রাজনীতির মাঠে বাধা এলে দমে না গিয়ে আরো উদ্যমী হয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য নারী রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান কাদের।