
নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধা জেলার নদী গর্ভে চরাঞ্চলের মানুষের উৎপাদিত সম্পদের মালিক এ অঞ্চলের মানুষ। এঅঞ্চলের মানুষের সম্পদ জানমালের নিরাপত্তা প্রদানে জনগনের পাশাপাশি সর্বদা প্রস্তুত আছে পুলিশ। দূর্বৃত্তরা যতশক্তিশালী হোক তাদের দমন করতে জেলা পুলিশ জনগনের পাশে ছিলো আছে এবং আগামীতেও থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
সদর থানা পুলিশের আয়োজনে আজ ২৮ জুলাই শনিবার গাইবান্ধা সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নের মোল্লাচর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মন্ডল বিএসসি বিএড এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হাসান,সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, এরেন্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মতিয়ার রহমান,পল্লী চিকিৎসক ডাঃ ফিরোজ কবির,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হামিদা বেগম,ইউপি সদস্য আবু সুফিয়ান,ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল জলিল, নুর হোসেন আজিজুদৌলা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হক। এসময় প্রায় ২ শত পুলিশ সদস্য সহ অত্র এলাকার জনসাধারণের পাশাপাশি সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।