
বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানার মতিঝর্ণা এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। ওই সময় গোলাগুলিতে দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি র্যাবের। ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস, ৮৫ কেজি গাঁজা, একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গুলিবিদ্ধ ২ জন পড়ে আছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে র্যাব ৮৫ কেজি গাঁজা, একটি অস্ত্র, ৫ রাউজ কার্তুজ উদ্ধার করেছে। এ ঘটনায় দুই র্যাব সদস্য সামান্য আহত হয়েছেন বলে র্যাব দাবি করেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মিমতানুর রহমান। তবে নিহতদের বন্দুকযুদ্ধে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।