
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া সৈকতে নেমে তিন যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিখোঁজ তিন যুবক হলেন সাইফুল (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯)। তারা চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ঝাউতলা এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে তারা বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গিয়েছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাসান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তল্লাশি চালাচ্ছে।