
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের শাহজাহান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (বি এস সি) গত ১৯ জুলাই বৃহস্পতিবার ৬ষ্ট শ্রেনীর জেরিন খাতুন নামে এক ছাত্রীকে ক্লাসে আটকে রেখে যৌন হয়রানী করে।
পরে সেই ছাত্রী বিষয়টি তার সহপাঠী ও অভিভাবককে জানালে আজ তার সহপাঠী ও অভিভাবক মহলসহ ক্ষুব্ধ হয়ে স্কুলে আজ দুপুর থেকেই বিক্ষোভ করে প্রতিবাদ জানায় ও অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবী করে।
উক্ত বিক্ষোভে এলাকাবাসী যোগ দিলে পরে স্কুল ছুটির পূর্বে বিক্ষুদ্ধ ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী স্কুল ঘেরাও করে স্কুল শিক্ষকদের অবরুদ্ধ করে রেখে শাস্তির দাবী জানায়।এতে অত্র এলাকায় উত্তেজনা বিরাজ করে।
খবর পেয়ে অত্র প্রতিষ্টানের সভাপতি ও সাপমারা ইউপির চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল এসে উত্তেজনা পরিবেশ নিযন্ত্রনে এনে শিক্ষকের আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রী ও এলাকাবাসী।