
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লক্ষাধিক সরকারী বই জব্দের ঘটনায় জড়িত জাহিদুল ইসলাম জাহিদ (৫০)নামে এক জনকে আটক করেছে পুলিশ। আজ ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নির্দেশে এস আই জাকির হোসেন উপজেলার কোমরপুর এলাকা থেকে তাকে আটক করে।সে কোমরপুর এলাকার দুবলাগাড়ী গ্রামের ময়নুল হকের ছেলে।
উল্লেখ্য, গত ০৯/০৭/২০১৮ইং রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম,ওসি তদন্ত আশরাফুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের ভাংড়ী ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে কালো বাজারে বিক্রি করা ২০১৮ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের লক্ষাধিক নতুন বই জব্দ করেন। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জাহিদুল ইসলাম জাহিদ(৫০) এঘটনায় গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে, বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।