
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে মারুফা(২১) বেগম নামে এক গৃহবধূকে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাশ ঘরের তীরে পেচিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর দেওয়ান তলা জামাইপাড়া গ্রামে আব্দুর রহিমের ছেলে আশরাফুল ইসলাম(২৮) এর স্ত্রী মারুফা (২১) কে স্বামী, শ্বশুর, শ্বাশুরী,ননদ মিলে মারপিট ও শ্বাস রুদ্ধ করে হত্যা করে আত্বহত্যা হিসাবে চালিয়ে দেওয়ার জন্য লাশ ঘরের তীরে ওড়না দিয়ে পেচিয়ে রাখে। পরে নিহত গৃহবধুর স্বামী ও শ্বাশুরী গৃহবধূর লাশ নামিয়ে মারুফা বেগম আত্বহত্যা করেছে এমন কথা বলাবলি করতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশীরা মারুফার লাশ দেখে তাকে মারপিট ও শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে নিশ্চিত হয়।এতে স্বামী আশরাফুল বেগতিক দেখে পালিয়ে যায়। শ্বশুরীও পালানোর চেষ্টা করলে তাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওসি মজিবুর রহমান পিপিএম, এস আই শফিকুল ইসলাম শফিক ঘটনাস্থল তদন্ত করে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ততুতি চলছিল।