
গাইবান্ধার গোবিন্দগঞ্জেরর কালীতলা নামক স্থানে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে যাত্রীবাহী বাস মুখোমুখি সড়ক দূর্ঘটনায় পীরগঞ্জ চতরা এলাকার গাংজোয়ার এলাকার বাসিন্দা বাসযাত্রী স্কুল শিক্ষক মাহাফুজ (৪৫) ও বাসের চালকসহ নিহত হয়েছেন
৩ জন।গুরুতর আহত হয়েছেন অন্তত: আরো ৩২ যাত্রী। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
প্রবত্যক্ষদর্শি ও পুলিশ সূত্র জানায় গাইবান্ধা থেকে বগুড়া গামী সোমা এন্টারপ্রাইজ এবং বগুড়া থেকে রংপুর গামী আগমন পরিবহন বাস দুটি মহাসড়কের উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলেই বাসচালক ও স্কুলশিক্ষক মাহাফুজসহ ৩ জন নিহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলা এলাকার সাংবাদিক আশাদুজ্জামান রুবেলসহ অজ্ঞাত অন্তত ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ,পলাশবাড়ী ও বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।এরিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে একটি নির্ভর যোগ্য সূত্র জানায়।