
রাজধানী ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট জমা দেয়া হয়েছে।
হামলার ২ বছর পর সোমবার (২৩ জুলাই) ঢাকা সিএমএম আদালতে চার্জশিট জমা দিয়েছে মামলাটির তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট-সিটিটিসি।
দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। জীবিত ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। বিভিন্ন সময় অভিযানে নিহত ১৩ জনকে বাদ দেয়া হয়েছে। জীবিত ৮ আসামি মধ্যে দুজন পলাতক রয়েছেন।
এই ঘটনায় ওই বছরের ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে পুলিশের ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট।