
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল সোমবার একাদশ শ্রেণীর নবীন বরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে র্যালী ও পরে ১৬নং ক্লাশ রুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
নবীন বরণ প্রস্তুতি কমিটির আহবায়ক নাজমুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, ছাত্রফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সদস্য সচিব আরমান খান, নবীন শিক্ষার্থী রাসেল মিয়া প্রমুখ।
শেষে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেয়া হয়। রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীন শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।