
নাহিদ কটন মিলের অর্থায়নে গাইবান্ধা পৌর গোরস্থান সংলগ্ন ৫১ শতাংশ জমির দলিল সম্পন্ন হয়। গতকাল ৫ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের কাছে ওই জমির দলিল হস্তান্তর করেন।
পৌর গোরস্তানের জন্য জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি’র বাসায় মুক্তিযোদ্ধা শাহ মাইনুল ইসলাম শিল্পুর তত্ত্বাধানে নাহিদ কটন মিলের চেয়ারম্যান এম.এ ওয়াহিদ এর অর্থায়নে বৃহস্পতিবার গোরস্তান সংলগ্ন ৫১ শতাংশ জমির দলিল সম্পন্ন হয়। এ বিষয়ে নাহিদ কটন মিলের পক্ষে সার্বিক সহোযোগীতা করেছেন, মো. আলমগীর, মো. আনিছুর রহমান রমু ও মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু।
পরে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনকে ওই জমির দলিল হস্তান্তর করেন।