
গাইবান্ধায় জেলা পরিষদের উদ্যোগে জেলার শহীদ, দুরাগ্যব্যধিতে আক্রান্ত মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আজ ২৬ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলায়তনে ১৩৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জেলা পরিষদের নির্বাহী প্রোকৌশলী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এ্যাড.জরিদুল হক,জাহাঙ্গীর আলম,মাজেদা বেগম,বীর মুক্তিযোদ্ধা শ্রী গৌতম চন্দ্র মদক,আলী আকবর, সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দু।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।