
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিন, জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান, জেলা চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির প্রমুখ। এসময় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত, বন্যা দুর্গতদের উদ্ধার, বন্যা আশ্রয় কেন্দ্রে পয়ঃপ্রণালী ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা, সুষ্ঠুভাবে রিলিফ বিতরণ, বন্যা দুর্গতদের চিকিৎসা, বন্যা সহনশীল ধানের চাষ এবং বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্প উপর গুরুত্ব দিয়ে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। সভায় জেলা প্রশাসক আসন্ন বন্যার ক্ষয়ক্ষতি নিরসনে সামর্থ অনুযায়ি সকল বিভাগের প্রতি আহবান জানান।