
পুকুরের পানিতে ডুবে গাইবান্ধার সদর উপজেলার জোৎগৌর গ্রামে ইফাদ মিয়া (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, আজ ১৩ জুলাই শুক্রবার সকালের দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের জোৎগৌর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইফাদ মিয়া (৫) এ গ্রামের মান্না মিয়ার ছেলে। শিশু ইফাদসহ চার শিশু এক সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ শিশু ইফাদ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে মৃত অবস্থায় ইফাদের মরদেহ উদ্ধার করে।