
গাইবান্ধা সদর উপজেলায় গাইবান্ধা -পলাশবাড়ী সড়কে যুব উন্নয়ন অফিসের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় গাইবান্ধা ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তোফাজ্জল হোসেন (৫৫) নিহত হয়েছেন। ২৭ জুলাই শুক্রবার বেলা আড়াইটার সময় র্দূঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন জুমার নামাজ শেষে সাইকেলে বাড়িতে ফিরছিলেন। এসময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক তোফাজ্জল হোসেন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।