
গাইবন্ধা সদর উপজেলার উত্তর কোমরপুর গ্রামে এক কলেজছাত্রী উপর্যুপরি ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জরিত থাকার অভিযোগে গতকাল সোমবার ভোরে দুইনারীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামের বাবু মিয়ার স্ত্রী সম্পা বেগম ও শহিদুলের স্ত্রী হরি বেগম।
স্থানীয়রা জানান, ওই কলেজছাত্রী রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অপহরণের শিকার হয়। একদিন পর তাকে অচেতন অবস্থায় অপহরণকারীরা বাড়ীতে দিয়ে সটকে পরেন।
মেয়েটি জানায়, একই গ্রামের সাইফুলের ছেলে সাফি ও লোকমানের ছেলে ফরিদ মিয়া তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি জঙ্গলে নিয়ে রাতভর উপর্যুপরি ধর্ষণ করে পরের দিন সোমবার সকালে বাড়ীতে পৌঁছায়।
মরিয়ম বেগম জানান, এঘটনায় তার মেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। তিনি গাইবান্ধা সদর থানায় সাফি ও ফরিদ মিয়াসহ ৫ জনকে অভিযুক্ত করে মামলা দিয়েছেন।
থানার ওসি খাঁন মো. শাহারিয়ার বলেন, ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগে দুইজনকে আটক করা হয়। ভিকটিমসহ বাদী থানায় এলে আমারা ভিকটিমের জবানবন্দি ও পরিক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠিয়েছি। আটক উভয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্ততি চলছে।