
গাইবান্ধার তুলশীঘাট হতে নাশকতা মামলার পলাতক আসামী সাইফুল ইসলাম শফি (৪০) কে গ্রেফতার করেছে র্যাব ১৩।
আজ ১১ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার সদর থানার তুলশীঘাট এলাকা হইতে তুলসিঘাট লক্ষিপুর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে একাধিক নাশকতা মামলার পলাতক আসামী সাইফুল ইসলাম @ শফি (৪০)কে গ্রেফতার করে র্যাব-১৩।
র্র্যাব সূত্রে জানা যায়,আসামীর বিরুদ্ধে বিজ্ঞ স্পেশাল ট্রাইবুনাল-১, গাইবান্ধা মামলা নং এস, টি- ৬/১৮, ধারা- ১৯৭৪ সালের বিঃ আইনের ৪/৫ মামলার অভিযুক্ত পলাতক আসামী। উল্লেখ্য যে, ২০১৪ সালের তুলশীঘাট এলাকায় জালাও পোড়াও এবং বাসে পেট্রোল বোমা মারার অপরাধে দীর্ঘদিন সে আত্মগোপন করিয়া আছে বলে এলাকায় জনশ্রুতি আছে।
এখবর নিশ্চিত করে র্র্যাব ১৩ এর গাইবান্ধার এসপি হাবিবুর রহমান হাবিব জানান, গ্রেফতারকৃত পলাতক আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।