
কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের কুমোরপুর নামক স্থানে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন বিকল্প বেইলী ব্রিজটির উপর দিয়ে এখন বানের পানির স্রোতে বইছে। ফলে কুড়িগ্রামসহ সারাদেশের সঙ্গে উত্তর ধরলার তিন উপজেলা যথাক্রমে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এমতাবসস্থায় অসহনীয় দুর্ভোগের মুখে পড়েছে উত্তর ধরলার তিন উপজেলার লাখ লাখ মানুষ।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, শুক্রবার (৬ জুলাই) ভোর ৬টায় ধরলার নদীর পানি সেতু পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।