
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারের হিমছড়িতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, ভোরে (১৯ জুলাই) র্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সে সময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিলো।
পুলিশ জানায়, তাদের বহনকারী গাড়ি থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।