
দেশের পর্যটন রাজধানী কক্সবাজার জেলার দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনায় একই পরিবারের চার শিশু পাহাড়ধসে নিহত হয়েছে। নিহত চারজন ভাই-বোন। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অন্যদিকে একই জেলার রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে আরো এক শিশু নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের ইনচার্জ শেফায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন পাহাড়ধসে কক্সবাজার ও রামুতে ৫ শিশু নিহত হয়েছে। কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় শহরে ২২৮ মি.মি বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টিপাত হলে আরো পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
এবিসি ঘোনায় নিহত চার শিশু হলো- ওই এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। অন্যদিকে নিহত অন্য শিশু হল রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে মোর্শেদ আলম (৬)। নিহত শিশু একই এলাকার জাকির হোসেনের ছেলে।