
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে লাল-সবুজের দল ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের টার্গেট দিয়েছে। তামিম ১৩০ রান আর সাকিব ৯৭ রান করেছে।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি, দ্রুত সাজঘারে ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়।
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সেরা জুটি পায় বাংলাদেশ।
এর আগে দলীয় ১ রানের মাথায়ওপেনার এনামুল হক তিন বল খেলে কোনো রান না নিয়ে সাজঘরে ফিরে যান। এর পরই বৃষ্টি নামে, তাই সাময়িক বন্ধ ছিল খেলা। এর পর আবার খেলা শুরু হয়।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ—এই চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াও শক্তিশালী ব্যাটিং লাইনে মাশরাফি পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতদের। এঁদের মধ্যে ওপেনিং জুটিতে তামিমের সঙ্গে এনামুল হক বিজয় একাদশে সুয়োগ পেয়েছেন।
চোটের কারণে আফগানিস্তানে টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলতে না পারা পেসার মুস্তাফিজুর রহমান নিজেকে প্রমাণ করতে চাইবেন এই ম্যাচে। রুবেল হোসেন টেস্ট বা টি-টোয়েন্টির তুলনায় এই ফরম্যাটে অনেক বেশি উজ্জীবিত। মাশরাফির হাতে তাই পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার মতো থাকছে অনেকেই।
স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে এবং মেহেদী হাসান মিরাজ প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
অবশ্য এই ম্যাচের ভেন্যু গায়ানায় বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এই মাঠে এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছিল বাংলাদেশ, ২০০৭ সালের বিশ্বকাপে। সে ম্যাচে হাবিবুল বাশারের দল ৬৭ রানে হারিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাকে। মোহাম্মদ আশরাফুল খেলেছিল ৮৭ রানের চমৎকার একটি ইনিংস।