
শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি শুটিং চলাকালীন থেকেই সিনেমাপ্রেমীদের বেশ আগ্রহের কেন্দ্রে। কারণ এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। এরমধ্যে এক শাকিবকে গ্যাংস্টারের ও অন্যজনকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। আর ২৮ জুলাই রাতে ‘নাকাব’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এতে শাকিবকে নির্মাতা রাজিব কুমার এমনভাবে তুলে ধরেছেন যে, এভাবে শাকিবকে কেউ দেখেনি! চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউ কেউ বিস্ময়ও প্রকাশ করেছেন।
২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স, ট্র্যাজেডি, সাসপেন্সসহ আরও অনেক কিছুই রয়েছে। আর ট্রেলারের শেষের দিকে ভূতরূপী শাকিব দেখা দিয়েছেন দর্শকদের সঙ্গে।
ভারতের কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ছবিটি প্রযোজনা করেছে। আর তাদের ফেসবুক পেজ ও ইউটিউবে ‘নাকাব’ ছবির ট্রেলার প্রকাশ করেছে।
শাকিব দীর্ঘ অভিনয় জীবনে বহু চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এ ধরনের চরিত্রে এবারই পথম অভিনয় করেছেন। ট্রেলার প্রকাশের পর থেকে দেশে ও দেশের বাইরের শুভাকাঙ্খীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।
ভৌতিক গল্পের ছবি ‘নাকাব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। এরমধ্য দিয়েই এবারই তারা প্রথমবারের মতো জুটি বাঁধলেন। এ ছাড়া ধীরে ধীরে শাকিব যে কলকাতার বাজারে নিজের শক্ত অবস্থান করে চলছেন তাও প্রমাণ হচ্ছে। ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পাবে ছবিটি।
এ দিকে ছবিটির পোস্টার যখন প্রকাশ হয়েছিল তখন অনেকেই অনুমান করেছিলেন ছবিটি অ্যাকশন ঘরানার হবে। আর দুই নায়িকার সঙ্গে কাকে শাকিবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে, সেই নিয়ে কনফিউশন ছিল অনেকের মধ্যে। তবে ট্রেলারে পুরোপুরি না হলেও সে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়েছে।সূত্র:জি-নিউজ