1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভবন সংকটে থমকে গেছে “দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” পাঠদান কার্যক্রম । পীরগঞ্জের ২ নং কোষারাণীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের চলমান দৌরাত্ম তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ পলাশবাড়ীতে আলহাজ্ব ফজলুল হক মন্ডলের ইন্তেকাল : দাফন সম্পন্ন গভীর শোক ও সমবেদনা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাত ফারিয়ার কেন্দ্রীয় সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা পলাশবাড়ীতে কাকতালীয় ইঞ্জিন বিস্ফোরণ ঘটে প্রাইভেট কার ভস্মীভূত সৌভাগ্যক্রমে কোনো অঘটন ঘটেনি পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতিমূলক এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক বিশেষ সভা অনুষ্ঠিত

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ক্রোয়েশিয়া

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ২৯ বার পড়া হয়েছে

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয় লাভ করেছে ক্রোয়েশিয়া। এর ফলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার পক্ষে দুটি গোল করেন ইভান পেরিসিচ ও মারিও মান্দজুকিচ। আর ইংল্যান্ডের পক্ষে একটি গোল করেন কিয়েরান ট্রিপায়ার।

প্রথমার্ধ শেষে এগিয়ে থাকা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া। এর পর নির্ধারিত ৯০ মিনিটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতায় ছিল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এর পর নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৯ মিনিটে এগিয়েও যায় ক্রোয়েশিয়া, চমৎকার গোলটি করেন মারিও মান্দজুকিচ।

ইংল্যান্ডের বক্সের মধ্য থেকেই বলটা প্রথমে ফিরে আসে। লাফ দিয়ে আলতো করে হেডে আবারও ইংল্যান্ডের জালের সামনে বলটা ঠেলে দেনেইভান পেরিসিচ। জন স্টোনকে পেছনে ফেলে বলটির নিয়ন্ত্রণ নিলেন মারিও মানজুকিচ। গোলরক্ষক পিকফোর্ডও বলের কাছে আর পৌঁছাতে পারলেন না। তার আগেই বাম পায়ের অসাধারণ এক গোল করেন মান্দজুকিচ।

বুধবার রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি ফাইনালটি শুরু হয়েছে। ম্যাচের ৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিয়েরান ট্রিপায়ার। এর পর ম্যাচের ৬৮ মিনিটে সমতা সূচক গোলটি করেন ইভান পেরিসিচ। ১০৯ মিনিটে মারিও মান্দজুকিচের চমৎকার গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া এবং শেষ পর্যন্ত জয় লাভ করে। সেই সাথে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া। ফাইনালে তারা মুখোমুখি হবে ফেভারিট ফ্রান্সের।

৫ মিনিটে পিছিয়ে পড়েও ম্যাচের ৬৮ মিনিটে সমতা সূচক গোলটি করেন ইভান পেরিসিচ। পরে ৬৮ মিনিটে ক্রোয়েশিয়াকে খেলার সমতায় ফেরান ইভান পেরিসিচ। ডান দিক থেকে শিমে ভারসালকোর ক্রসে পা অনেক উঁচিয়ে বল জালে পাঠান পেরিসিচ।

এর আগে ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড। দুর্দান্ত এক ফ্রি-কিকে দলকে গোলটি এনে দেন ইংলিশ ডিফেন্ডার কেইরান ট্রিপার। ইংল্যান্ডের জার্সি গায়ে এটি তার প্রথম গোল। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় ছিল দুই দল।

এর আগে ম্যাচের তৃতীয় মিনিটে ক্রোয়েশিয়ার ডি-বক্সের কাছে লুকা মদ্রিচের অবৈধ ট্যাকেলের শিকার হন ডেলে আলি। ফাউলের বাঁশি বাজান রেফারি। আর তাতেই সর্বনাশ ঘটে ক্রোয়েশিয়ার। ট্রিপারের ফ্রি-কিকটি থামানোর সুযোগই পেলেন না দানিজেল সুবাসিচ। তবে শেষ পর্যন্ত ৬৮ ও ১০৯ মিনিটে পরপর গোল করে ফাইনালে পৌঁছে যায় ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া ১৯৯৮ সালে বিশ্বকাপ অভিষেকেই চমক দেখিয়ে ছিল, সেমি-ফাইনালে ওঠে। দ্বিতীয়বারের মতো সেমিতে উঠলেও ফাইনালে খেলার সুযোগ এবারই প্রথম পেয়েছে।

অন্যদিকে ১৯৬৬ বিশ্বকাপের পর ইংল্যান্ডের সামনে দ্বিতীয়বারের মতো সুযোগ এসেছিল ফাইনালে খেলার কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিতে হলো। অবশ্য এর আগে ১৯৯০ সালে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা।

ক্রোয়েশিয়া একাদশ: দানিজেল সুবাসিচ, সিমে ভ্রাসালজকো, দেজান লোভরেন, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনচ, মার্সেলো ব্রোজোভিচ, আন্তে বেরিচ, লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, ইভান পেরিসিক, মারিও মানজুকিচ।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, জর্দান হেন্ডারসন, কেইরান ট্রিপার, জেসে লিনগার্ড, ডেলে আলি, অ্যাশলে ইয়াং, রাহিম স্টার্লিং, হ্যারি কেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft