
পাকিস্থানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাম্প্রতিক অবসর নিয়েছেন। অবসর নিলেও ক্রিকেটের রেকর্ড বইয়ে রেখে গিয়েছিলেন অনেক রেকর্ড। যার অন্যতম ছিল সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি।
প্রতি ম্যচেই ছয় হাকানোই যার ছিলো অভ্যাস। আর এই ছয় দিয়েই নতুন উপাধী অর্জন করেন বুম বুম আফ্রিদি। তবে এতদিন ধরে তাকে কেউ টপকাতে না পারলেও তার পাশে নাম লেখালো ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।
আফ্রিদি ৫২৪ ম্যচে ৫০৮ ইনিংস ব্যাট করে হাকিয়েছিলেন ৪৭৬টি ছয়। কিন্তু আফ্রিদির ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন ক্রিস গেইল। সর্বশেষ বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সেন্ট কিটসে খেলেন ৬৬ বলে ৭৩ রানের ইনিংস।
৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে আফ্রিদিকে টপকে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই।